সমাজকল্যাণ মন্ত্রণালয় ২০১৯-২০২০ অর্থবছরে মন্ত্রণালয়/বিভাগের বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনার সার্বিক মূল্যায়নে ৯৫.৫০ নম্বর পেয়ে (১০০ নম্বরের ভিত্তিতে) প্রথম স্থান লাভ করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৫২টি মন্ত্রণালয়/বিভাগের মাঝে ১ম স্থান অর্জন অত্যন্ত সম্মানজনক একটি অর্জন হিসেবে সর্বজন মহলে প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য যে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ০৬টি দপ্তর/সংস্থার মাঝে বৃহত্তম উইং হলো সমাজসেবা অধিদফতর। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদফতরটি মন্ত্রণালয়ের পক্ষে প্রধান ভূমিকা পালন করে থাকে। মূলত মানব জীবন চক্রের বিভিন্ন ধাপে বিশেষ চাহিদা বা চ্যালেঞ্জ গুলো মোকাবেলা সহায়তা করার জন্য অসাধারণ কার্যক্রম রয়েছে এই অধিদফতরটির।সারা দেশে ১৮ ধরনের ১০৩২টি কার্যালয়/ইউনিটের মাধ্যমে এই অধিদফতরটি পরিচালিত হয়। মন্ত্রণালয়ের এ অর্জনের সুফল জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছে যাবে। যা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আর এক ধাপ এগিয়ে যাবে সমাজসেবা অধিদফতর ও তার অন্যান্য প্রতিষ্ঠানসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এরূপ সফলতায় জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকা এর কর্মকর্তা/কর্মচারী নির্বিশেষে সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস