Wellcome to National Portal
Main Comtent Skiped

Future Plan

ভবিষৎ কর্মপরিকল্পনা

 

০১ নথি বাস্তবায়ন:

 প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ মোতাবেক জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকা ডিজিটাল নথি সিস্টেমে কার্যাবলী সম্পাদন করছে। এবং আগামী ০১ বছরের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকা এর আওতাধীন সকল অফিসে ডিজিটাল নথি বাস্তবায়ন করা হবে।

০০২ভাতা কার্যক্রম:

অধিদফতর হতে প্রাপ্ত বরাদ্দকৃত ভাতার সঠিক সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।ভাতা ই-পেমেন্ট কার্যক্রম অনলাইন বেইজ চলমান আছে। যা ঢাকা জেলায় শীঘ্রই শুরু হবে।

০৩ ঋন কার্যক্রম:

ঋন কার্যক্রম আগামী ০১ বছরের মধ্যে ডিজিটাইজেশন করা হবে। এত করে একজন ঋনগ্রহীতার কাছে কি পরিমান অর্থ অনাদায়ী আছে এবং নির্দিষ্ট সময়ের পরে ও কত অনাদায়ী আছে তার সঠিক চিত্র যে কোন অবস্থায় জানা যাবে।

০৪ Management Information System (MIS)  কার্যক্রম:

জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকা এর আওতাধীন সকল কার্যালয়ে আগামী ০২(দুই) মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে।

০৫ হাসপাতাল সমাজসেবা  কার্যক্রম:

জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকা এর আওতাধীন সকল হাসপাতাল সমাজসেবা কার্যালয়কে আরো গতিশীল ও সেবামূলক করার জন্য সেবাবুধ খোলা ও ফান্ড বৃদ্ধিকরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

০৬ প্রবেশন  কার্যক্রম:

কারাগারে আটক শিশুদের মুক্তির জন্য আরো গতিশীল কার্যক্রম গ্রহণ করা হবে।

০৭। যে সকল প্রতিবন্ধী শিশু বা পিতা মাতা পরিচয়হীন প্রতিবন্ধী  শিশু এবং প্রতিবন্ধী ব্যাক্তি যাদের দেখভাল করার মত কেউ নেই তাদের জন্য একটি আবাসিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা হবে।